মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কুষ্টিয়ায় দুই সপ্তাহ ধরে মানবাধিকার কর্মী নিখোঁজ, সংবাদ সম্মেলন 

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২১:২৭

কুষ্টিয়ায় ২ সপ্তাহ যাবত নিখোঁজ অটোচালক ও মানবাধিকার কর্মী নাজির আহমেদ হিরুকে (৪৬) পুলিশ উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় গত ৪ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় জিডি করার প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও নিখোঁজ হিরুকে উদ্ধার করতে পারিনি পুলিশ।। 

এদিকে নিখোঁজ ঐ ব্যক্তির সন্ধান দাবিতে তার পরিবারের সদস্যরা বুধবার (১৬ আগস্ট) সংবাদ সম্মেলন করেছেন। 

জানা যায়, গত ৩ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে হিরু অটোসহ কুষ্টিয়ার জগতি এলাকার নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু ঐ সন্ধ্যা গড়িয়ে গেলেও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে ৪ আগস্ট নিাখোঁজ হিরুর বাবা বশির আহমেদ কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। 

নিখোঁজ মানবাধিকার কর্মী হিরু। ছবি: ইত্তেফাক

এদিকে দুই সপ্তাহ পরও দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হিরু উদ্ধার না হওয়ায় তার স্ত্রী, ছেলে-মেয়ে ও বৃদ্ধ বাবা-মা ভীত-সন্ত্রস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সে কোনো অপরাধী চক্রের কবলে পড়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। 

কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ হিরুর ছেলে সদ্য এসএসসি পাশ মেধাবী শিক্ষার্থী নাফিজ আহমেদ রাফি। এ সময় হিরুর স্ত্রী গোলাপী বেগম, শিশু কন্যা মেহের আফরোজ রোজা, পিতা বশির আহমেদ ও মা রমেছা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিখোঁজ হিরুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আকুতি জানানো হয়। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
 
কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান চৌধুরী জানান, নিখোঁজ ঘটনার দিন সিসি ফুটেজে হিরুকে শহরের প্রধান সড়কে অটোচালাতে দেখা গেছে। কিন্তু পরবর্তীতে সে নিখোঁজ হয়। নিখোঁজ ঘটনাটি ছিল একেবারেই ক্লুলেস। তবে তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে ওসি জানান। 

ইত্তেফাক/পিও
 
unib