সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জামায়াতের হামলা ভাঙচুর

১৪ মামলায় সাঈদীর ছেলেসহ আসামি ১০ হাজার

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০২:০৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামায়াত-শিবিরের চালানো তাণ্ডবের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, চকরিয়া, নওগাঁ, শিবগঞ্জ, ভাঙ্গুরা, নিয়ামতপুর ও পেকুয়ায় বিভিন্ন ঘটনায় ১২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় সাঈদীর ছেলেসহ কমপক্ষে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রাজধানীতে দুই মামলা: গত মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানায় মামলা দুটি দায়ের করে। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, মারধর ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাইদীকে। মামলা দুটিতে নাম উল্লেখ করা হয়েছে মোট ২০ জনের। অজ্ঞাত আসামি করা হয়েছে জামায়াত-শিবিরের ৫ হাজার ১৫০ জনকে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

শাহবাগ থানায় দায়ের হওয়া মামলার অন্য আসামিরা হলেন, হামিদুর রহমান আজাদ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির ড. শফিকুল ইসলাম মাসুদ এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সহকারী সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলার আসামিরা হলেন- ইমতিয়াজ চৌধুরী, সজল মোল্লা, সাহাবাজ হোসেন, মনির হোসেন, তারেক হাসান, মনজুর, উজ্জ্বল মিয়া, মতিউর রহমান, আলামিন, মো. আলী, সাইফুল ইসলাম, মহিউদ্দিন, জামিনুর রহমান, সাইফুল ইসলাম (২), ইউসুফ ফকির, রহমাতুল্লাহ ও জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ১০০-১৫০ জন। 

পল্টন মডেল থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, ঘটনার সময় আটক ১৬ নেতাকর্মীকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদী বিএসএমএমইউ হাসপাতালে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী বিএসএমএমইউতে জড়ো হয়ে সাঈদীর জানাজা ঢাকায় করার দাবি তুলে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগসহ ভয়াবহ তাণ্ডব চালায়।

চকরিয়ায় নিহতের ঘটনায় তিন মামলা :কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা ও দোকানি মো. ফোরকানুল ইসলাম (৬০) নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসআই ফোরকানুল ইসলাম বাদী হয়ে পুলিশের কাজে বাধার অভিযোগ এনে করা মামলায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ৭৫ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামি হয়েছেন আরও কয়েক শ। এছাড়া নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি মারা গেছেন উল্লেখ করা হলেও আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।

চট্টগ্রামে জানাজা নিয়ে সংঘর্ষে তিন মামলা :চট্টগ্রাম নগরীতে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় দুটি ও খুলশী থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগ করা হয়েছে। কোতোয়ালি থানার মামলায় ঘটনাস্থল থেকে গ্রেফতার ৪০ জন এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মো. শাহাজাহানসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে খুলশী থানার মামলায় গ্রেফতার আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

পেকুয়ায় দুই মামলায় আসামি ২১৫১ জন: পেকুয়ায় দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় ১৫১ জন ও অজ্ঞাত দেড় হাজার থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

এদিকে গত দুই দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, পাবনার ভাঙ্গুড়া ও নওগাঁর নিয়ামতপুরে পৃথক মামলায় জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল বুধবার দুপুরে দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীদের সরকারবিরোধী স্লোগান দিতে শোনা যায়। পরে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

ইত্তেফাক/এমএএম