বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কপালে থাকলে বিশ্বকাপ জিতব ইনশাআল্লাহ: তামিম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৫:২৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। আসন্ন এশিয়া কাপে ১৭ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। এশিয়া কাপের দলে থাকলেও আসন্ন ভারত বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তামিম।

জাতীয় দলে ডাক পাওয়ার পর আজ (বৃহস্পতিবার) প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘সবার মধ্যে একটাই স্বপ্ন, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সামনে যেহেতু বিশ্বকাপ রয়েছে, এই একটা বিষয়ই মাথায় কাজ করছে। আমরা এশিয়া কাপ কিংবা যে সিরিজই খেলি না কেনো ব্যাক অব দ্যা মাইন্ডে বিশ্বকাপই থেকে যায়। এবারও চেষ্টা করবো। কপালে থাকলে হয়ে যাবে।’

প্রথমবার জাতীয় দলে সুযোগ বেশ খুশি এই ওপেনার। তিনি আরও বলেন, ‘প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছি তাও এশিয়া কাপের মতো বড় মঞ্চে। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। উপভোগ করছি অনেক।’

 

   

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন