বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হকি আম্পায়ার সেলিম লাকি এখন জার্মানিতে

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:২৮

জার্মানির ডুসেলডর্ভে ১৮ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে চার জাতি অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট। একটি মেয়েদের অন্যটি ছেলেদের টুর্নামেন্ট এস সঙ্গে চলবে। অংশগ্রহণ করবে ইংল্যান্ড, স্পেন, ভারত, জার্মানি। এই চার দেশ অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলবে। ছেলেদের বিশ্বকাপ হবে মালয়েশিয়ায় আর মেয়েদের বিশ্বকাপ হবে চিলিতে। বিশ্বকাপে যাওয়ার আগে এই চার দেশ নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতেই এই টুর্নামেন্ট হচ্ছে জার্মানিতে। 

বাংলাদেশের কোনো আম্পায়ার এবারই প্রথম ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলা পরিচালনার সুযোগ পেয়েছে, তিনি আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকি। এশিয়ার প্রথম নিরপেক্ষ আম্পায়ার তিনি। আন্তর্জাতিক হকি ফেডারেশনের এলিট প্যানেলের আম্পায়ার নিযুক্ত হয়েছেন গত ১৭ জুলাই। সেলিমের ইচ্ছে প্রো-লিগ হকি পরিচালনা করবেন।

সেলিম লাকি খেলোয়াড়ি জীবনেই আম্পায়ার হয়েছেন। ক্যারিয়ার শুরু করেছেন ২০০৭ সালে। ২০১২ সাল থেকে আন্তর্জাতিক খেলায় বাঁশি বাজাতে শুরু করেন সেলিম লাকি। গতকাল রাতে জার্মানিতে পৌঁছান সেলিম লাকি। 

ইত্তেফাক/জেডএইচ