মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অর্জুন-মালাইকার বিচ্ছেদ! কতটা সত্য?

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৯:২৪

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার বয়সের ব্যবধান, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ট্রোল হওয়া, কোনও কিছুই প্রভাব ফেলেনি তাদের সম্পর্কে। প্যারিসের রাস্তা থেকে শুরু করে রেস্তোরাঁ সফর-সুইমিং পুল, সমস্ত জায়গাতেই অর্জুন কাপুরের সঙ্গী থাকেন মালাইকা। কিন্তু, হঠাৎ ‘সোলো ট্রিপ’ এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অর্জুন! আর এই পোস্টকে ঘিরেই দুজনের সম্পর্কে চিড় ধরার গন্ধ খুঁজছেন ভক্তরা।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অর্জুন কাপুর দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একটিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে পোজ দিচ্ছেন তিনি। অদূরে রাখা সানগ্লাস। আর ক্যাপশানে তিনি লিখেছেন, "উষ্ণতার আগে শীতলতার প্রয়োজন।" অপর ছবিতে হাসিমুখে ল্যাপটপে চোখ রাখতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। খালি গায়ে খাবার উপভোগ করছেন এই তারকা। ক্যাপসানে তিনি লিখেছেন, "জীবনটা ছোট, উইকএন্ডগুলোকে বড় করে নাও।"

এক কথায় একা যে বেশ জীবনকে উপভোগ করছেন অর্জুন, তা স্পষ্ট। এদিকে নায়কের এই সোলো ট্রিপ মোটেও সোজা চোখে দেখছেন না নেটিজেনরা। এক নেটনাগরিক লিখেছেন, "এখন কি আর মালাইকা-অর্জুন একসঙ্গে নেই!" আরেক নেটিজেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, "এই লাভ বার্ডসকে তো কোনও সময় আলাদা দেখা যায় না। হলটা কী!"

এদিকে এপি ঢিল্লোর পার্টিতে আলাদা দেখা গিয়েছে মালাইকাকে। আর এই দুটি বিষয়কে সামনে রেখেই ভক্তরা মনে করছেন, বুঝি এই কাপলের বিচ্ছেদটা হয়েই গেল।

এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালাইকা আরোরা। টানা ১৮ বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে এই সম্পর্কে ইতি পড়ে। গুঞ্জন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জন্যই আরবাজের সঙ্গে বিচ্ছেদ হয় মল্লার। এই যুগলের এক সন্তান রয়েছে আরহান খান। ২০১৯ সাল থেকে অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। 

 

ইত্তেফাক/পিএস