শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২৩:৫৯

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) ঢাকার গুলশানস্থ বাংলাদেশ স্যুটিং স্পোর্ট ফেডারেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়। সভার শুরুতে সভাপতি জেনারেল শফিউদ্দিন উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তার স্বাগত বক্তব্য প্রদান করেন। সভাপতি সম্প্রতি বিওএ কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ে দেশের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবং এলক্ষ্যে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

পরে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ দুইটি অর্থ বছরে বিওএ কর্তৃক সম্পাদিত কার্যক্রমের উপর বিস্তারিত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সভায় বিস্তারিত আলোচনা শেষে বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 

সভায় আরও উপস্থিত ছিলেন- বিওএ’র সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, সহ-সভাপতি মিসেস মাহাবুব আরা বেগম গিণি, সহ-সভাপতি শেখ বশির আহমেদ, বিওএ’র কোষাধ্যক্ষ এ কে সরকার, বাংলাদেশ স্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সহ কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের সদস্যরা।

ইত্তেফাক/এমএএম