গত ২০ জুলাই শুরু হয়ে দীর্ঘ এক মাস চলার পর আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে নারী বিশ্বকাপের নবম আসরের। আজ বিকাল ৪ টায় সিডনিতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। আর এই দুই দলের একদলও এর আগে কোনো দিন বিশ্বকাপ ফাইনাল খেলেনি, জেতা তো অনেক দূরেরই কথা। ফলে এদিন যেই দলই জিতুক নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। এছাড়া নারী বিশ্বকাপে তৃতীয় বারের মতো হতে যাচ্ছে অল ইউরোপ ফাইনাল। এর আগে ১৯৯৫ (নরওয়ে-জার্মানি) প্রথম বার এবং ২০০৩ সালে (জার্মানি-সুইডেন) দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয় অল ইউরোপ ফাইনাল।
নারী বিশ্বকাপের সব থেকে সফল দল বলা হয় যুক্তরাষ্ট্র দলকে। তারা এর আগে অনুষ্ঠিত হওয়া ৮ আসরের মধ্যে চার আসরের চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, সব শেষ দুই আসরের চ্যাম্পিয়নও তারা। তবে এবারের আসরে বেশি একটা সুবিধা করতে পারেননি। উলটো মার্কিন তরুণীরা রাউন্ড ১৬ থেকেই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। এর আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আসরের দ্বিতীয় সফল দল জার্মানি। আর তখনি বোঝা যাচ্ছিল এবারের আসরে শিরোপায় উঠতে যাচ্ছে নতুন দলের নাম।
এদিকে আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছে এবারের আসরের দুই ফাইনালিস্ট স্পেন এবং ইংল্যান্ড। গেল ১৯ জুলাই গ্রুপ ‘সি’ থেকে কোস্টা রিকাকে ৩-০ হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছিল স্পেন। পরের ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। তবে শেষ ম্যাচে জাপানের কাছে ০-৪ গোলে হেরে নক আউট পর্বে আসেন তারা। সেখানে আবার সুইজারল্যান্ডকে ৫-১, পরে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ এবং সেমিফাইনালে সুইডেনকে একই ব্যবধানে হারিয়ে প্রথম বারের মতো ফাইনালে ওঠে স্পেন।
অন্যদিকে গেল ২২ জুলাই গ্রুপ ‘ডি’-এর প্রথম ম্যাচে হাইতিকে ১-০ হারিয়ে বিশ্বকাপের নবম আসরের যাত্রা শুরু করেছিল ইংল্যান্ড। সেই যে তাদের জয়ের দৌড় শুরু আর তাদের পিছে ফিলে তাকাতে হয়নি। একে এক নরওয়ে (১-০), চীন (৬-১), নাইজেরিয়া (টাইব্রেকারে ৪-২), কলাম্বিয়াকে (২-১) এবং সব শেষ সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বারের মতো ফাইনাল নিশ্চিত করেন ইংলিশ তরুণীরা।