নতুন ঠিকানায় এসে খুব অল্প সময়ের মধ্যেই শিরোপার স্বাদ পেলেন লিওনেল মেসি। লিগস কাপের ফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকার শেষে শিরোপা জয়ের আনন্দে ভাসে তার দল ইন্টার মায়ামি। দলকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ৭ ম্যাচ ১০ গোল করেছেন মেসি।
রোববার জিওডিস পার্কে লিগস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতার পর সাডেন ডেথে ন্যাশভিল এসসিকে ১০-৯ গোল হারিয়েছে মায়ামি।
ম্যাচের শুরু থেকেই মায়ামির সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করে ন্যাশভিল এসসি। আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। তবে ম্যাচের ২৩ মিনিটে মেসি ম্যাজিকে লিড পায় মায়ামি। তার গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ন্যাশভিল এসসি। ম্যাচের ম্যাচের ৫৭ মিনিটে ম্যাচে ফিরে তারা। ফাপা পিকাল্টের গোলে ম্যাচে সমতা আনে ন্যাশভিল। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে সমতায় থেকে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
এরপর শিরোপা নির্ধারণে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। নাটকীয় টাইব্রেকারে শেষ পর্যন্ত সাডেন ডেথে জিতে শিরোপা জয়ের উৎসবে মাতে মায়ামি। সেইসঙ্গে নিজের ৪৪তম শিরোপা জিতে নেয় বিশ্বচ্যাম্পিয়ন মেসি।