শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জমকালো আয়োজনে নেইমারকে বরণ করলো আল হিলাল 

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩:২৪

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বরণ করে নিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। শনিবার (১৯ আগস্ট) আল ফেইহার বিপক্ষে মাঠে নামার আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলের বড় এই তারকাকে বরণ করে নেয় আল হিলাল।

রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে নেইমারকে বর্ণাঢ্য অভ্যর্থনাও দিয়েছে সৌদি ক্লাবটি। স্টেডিয়ামের ভিআইপি বক্সে ছেলে ডেভিড লুকাকে নিয়ে হাজির হন নেইমার। এরপর বর্ণিল আলোয় শূন্যে ভেসে ওঠা ‌‘নেইমার ইজ ব্লু’ লেখা দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে।

এর আগে নেইমার আল হিলালে যোগ দিয়ে বলেছিলেন, 'আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সবসময়ই সারা বিশ্বের খেলোয়াড় হতে চেয়েছি এবং নতুন চ্যালেঞ্জ ও নতুন জায়গায় সুযোগের মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ফুটবলে নতুন একটি ইতিহাস লিখতে চাই। এই মুহূর্তে সৌদি পেশাদার লিগ দারুণভাবে খেলোয়াড়দের আকর্ষণ করছে।'      

ইত্তেফাক/জেডএইচ