শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঝালকাঠিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৬:৩১

ঝালকাঠিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সদর হাসপাতালে কর্তব্যরত সাজমিন জাহান (৩৮) নামে এক নার্সকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নার্স সাজমিন জাহান বলেন, আমি ২০১৫ সাল থেকে এই হাসপাতালে কর্মরত। হাসপাতালের পেছনে সরকারি ভবনে স্বামী-সন্তানদের নিয়ে থাকি। সন্ধ্যার পর আমার বাসার সামনে কিছু যুবক বসে আড্ডা দেয়। মাঝে মাঝে তারা সেখানে বসে আগুন ধরিয়ে কি যেন করে। কিন্তু কখনো তাদের কাজে বাঁধা দেইনি। মঙ্গলবার সকালে হাটতে বের হবার পর একজন আমার পথ রোধ করে দাঁড়ায়। সে সময় গামছা দিয়ে তার মুখ ঢাকা ছিল। সে প্রথমে আমাকে কুপ্রস্তাব দেয়। তারপর রাজি না হওয়ায় আমার বুকে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তখন আমি চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়। পরে হাসপাতালে গিয়ে সেলাই ও চিকিৎসা করে থানায় গিয়ে মামলা করি।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, নার্সের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি