মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

‘প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:১৭

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটি ইতিমধ্যেই ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমার সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে গাড়ি উপহার দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

গাড়ি উপহার পেয়ে প্রযোজককে ধন্যবাদ দিতে ভুল করেননি নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শো-রুমের একটি ছবি পোস্ট করে হিমেল আশরাফ লিখেছেন, ‘ধন্যবাদ, আরশাদ আদনান ভাইয়া। “প্রিয়তমা”র সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।’

এদিকে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হিমেল আশরাফ আমার ছোটভাই। ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা ‘প্রিয়তমা’ বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে ছবিটি ম্যাসিভ হিট হয়েছে। এতটা অভাবনীয় সাফল্য আসবে ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দিই। যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে। ওর কাজেও আসবে। তাই গাড়িটি উপহার দেওয়া।’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’য় শাকিব-ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ অনেকে।

 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন