বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিজের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন হিথ স্ট্রিক

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৪:৩১

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দেশটির কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তার মারা যাওয়ার খবরে শোকের ছায়া নেমে আসে বিশ্ব ক্রিকেটাঙ্গনে।

তবে পরে দেখা যায় হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি আসলে গুজব। পুরো ব্যাপারটায় বেশ হতবাক হয়েছেন সাবেক জিম্বাবুয়াইন অধিনায়ক। পরে নিজেই স্পোর্টস্টারের কাছে নিশ্চিত করেন যে, তিনি সুস্থ আছেন। স্ট্রিক বলেন, ‘মানুষের এই ধরনের গুজব ছড়ানোর আগে একটু সাবধান হওয়া উচিত। আমি এখন ভালো আছি এবং ক্যান্সার থেকে সেরে উঠছি।’

তিনি আরও বলেন, ‘আমি বাড়িতে আছি এবং চিকিত্সার কারণে এখনও কিছুটা চাপ রয়েছে। তবে ভালো আছি। হঠাৎ আমি জানতে পারি যে লোকেরা আমার মৃত্যু সম্পর্কে কথা বলছে। কিন্তু এসব সঠিক ছিল না। আমি সুস্থ হয়ে উঠছি এবং অনেক ভালো বোধ করছি।’

ইত্তেফাক/জেডএইচ