সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জুরাইন গ্যাস বিস্ফোরণ: বাবা-মায়ের পর মারা গেলো সন্তানও

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬:০২

ঢাকার জুরাইন এলাকায় সোমবার গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন জনে পৌঁছেছে। দগ্ধ বাবা-মার পর বুধবার (২৩ আগস্ট) পাঁচ বছর বয়সী সন্তানেরও মৃত্যু হয়েছে।

মৃত শিশু আফসানা নিহত মো. আতাহার আলীর মেয়ে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম জানান, আফসানা ২৫ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। বুধবার সকাল পৌনে ৮টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এর আগে, সোমবার (১৪ আগস্ট) গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আফসানাসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে শিশুটির বাবা আতাহার আলী (৩৫) ও তার মা মুক্তা খাতুন (৩০) ১৭ আগস্ট হাসপাতালে মারা যান।

এ ঘটনায় মুক্তার বাবা আলতাফ সিকদার (৭২) ও মা মর্জিনা বেগম (৫০) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ইত্তেফাক/আরএজে