বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাবনায় এইচএসসি পরীক্ষা দিচ্ছে ৭ দৃষ্টি প্রতিবন্ধী 

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৮:০৬

শ্রুতি লেখকের সহায়তায় হতদরিদ্র ৭ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পাবনার মানব কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্বাবধানে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পাবনার দোগাছি স্কুল এন্ড কলেজ, পাবনা সরকারি কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ ও পাবনা ইসলামিয়া কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে পরীক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা হলেন গাজীপুরের রজিম উদ্দিনের ছেলে রোমান মিয়া, পাবনার সাঁথিয়ার ওয়াজেদ আলীর ছেলে শোভন মোল্লা, পাবনা সদরের দোগাছির চাঁদ আলীর ছেলে আল আমিন, চাঁপাইনবাবগঞ্জের বাবলাবনা গ্রামের আনছার আলীর ছেলে মোশাররফ হোসেন, সাঁথিয়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে আব্দুস সবুর, সদরের চরতারাপুরের ইছাহাক প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক ও জয়পুরহাটের ফরিদ হোসেনের ছেলে রিয়াদ হোসেন। 

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পাবনার সিংগার মানব কল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে বিনা খরচে এইচএসসি পরীক্ষায় অংশগগ্রহণ করছে। তাদের ইচ্ছে ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সমাজের অবহেলিত সকল দৃষ্টিপ্রতিবন্ধিকে শিক্ষিত করে তোলা।  
ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন বলেন, এই ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন জেলার দৃষ্টি প্রতিবন্ধীদের এখানে রেখে পড়ালেখা করানো হচ্ছে। প্রতি বছর এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করছে আমাদের শিক্ষার্থীরা। দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থাও রয়েছে। সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। তিনি বলেন, এই প্রতিষ্ঠান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারাদেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের ভালো শিক্ষালয় হিসেবে গড়ে উঠতে পারে।

ইত্তেফাক/পিও