জামায়াত নেতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক বার্তা দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্যাডে ছাত্রলীগ সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সেনগাঁও ইউনিয়ন শাখার ধর্মবিষয়ক সম্পাদক ইউসুফ আলী এবং পৌর শাখার ১ নম্বর ওয়ার্ড কমিটির আহবায়ক জসিমউদ্দিন।
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিটু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ওই তিনজন স্ট্যাটাস দিয়েছিল। যা সংগঠনের নীতি, আদর্শ-শৃঙ্খলা পরিপন্থী। কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক তাদের বহিস্কার করা হয়েছে।