ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে রেখা বেগম নামের এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধর ও টেনেহিঁচড়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম পেইস বুকে ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত ওই নারী বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২২ আগস্ট) দুলারহাট থানা ভবনের পেছনে এ ঘটনা ঘটলেও বুধবার (২৩ আগস্ট) মারধরের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম পেইস বুকে ছড়িয়ে পড়লে ওই দিন রাতে রেখার বাবা তছির আহাম্মদ বাদী হয়ে হাফেজ মাজেদ, মো. লিটন ও রিনা নামের ৩ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্তরা দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল এলাকার মো. হানিফ কন্ট্রাকটরের ছেলে ও মেয়ে। দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক এতথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী রেখার স্বামী মো. ছালাউদ্দিন জানান, প্রতিবেশী হাফেজ মাজেদের জমির পানি অপসারণের জন্য ছালাউদ্দিনের পুকুরের দুই পাড় কেটে ফেলে। এতে ছালাউদ্দিনের পুকুরের মাছ জমিতে উঠে যায়। এই সুযোগে হাফেজ মাজেদ জাল দিয়ে মাছগুলো শিকার করে। ছালাউদ্দিন এর প্রতিবাদ করলে সোমবার সকালে হাফেজ মাজেদ ও তার ছোট ভাই লিটন দুলারহাট থানা ভবনের সামনে ছালাউদ্দিনকে মারধর করে। একই দিন বিকালে ছালাউদ্দিনের পুকুর পাড়ে হাফেজ মাজেদ ও তার বোন রিনা ফের ছালাউদ্দিনের স্ত্রী রেখা বেগমকে বেধড়ক মারধর ও টেনেহিঁচড়ে নির্যাতন করে।
মামলা দায়েরের পর হাফেজ মাজেদ, মো. লিটন ও রিনা পলাতাক থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, এ ঘটনায় দুলারহাট থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।