সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভৈরব নদে মিলল চীনা নাগরিকের লাশ

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:৫৬

খুলনার ভৈরব নদ থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর খালিশপুরের চরেরহাট সংলগ্ন ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত ইয়াং সিয়াও হুই (৪৪) চীনা কোম্পানি সানডং সংলং সান হুই ইলেক্ট্রিক্যাল কোম্পানির  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

খালিশপুর থানার ওসি মনিরুল গিয়াস বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট)  সন্ধ্যা সাতটার দিকে কোম্পানি থেকে চুল কাটার জন্য বের হয়ে তিনি আর ফিরে যাননি। এ নিয়ে শুক্রবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্পষ্ট নয়। প্রকৃত ঘটনা জানতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

 

 

 

 

  

ইত্তেফাক/এইচএ/আরএজে