পথের ধারে আগাছা হিসেবে জন্মানো ল্যান্টানার ভেষজ গুণ রয়েছে। অযত্ন ও অবহেলায় বেড়ে ওঠা এই গাছটি শোভাবর্ধনকারী হিসেবেও পরিচিত। এর ফুলের ছত্রমঞ্জুরী দেখতে সুন্দর। নানারকম প্রজাপতি উড়ে এসে বসে। প্রথমে এই ফুল হালকা হলুদ রঙের হয়। ল্যান্টানার পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল, ছত্রাকনাশক ও কীটনাশক গুণ বিদ্যমান।
এছাড়া ক্যান্সার, ত্বকের চুলকানি, কুষ্ঠরোগ, চিকেন পক্স, হাম, হাঁপানি, আলসারসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ঐতিহ্যগত ভাবে ভেষজ ওষুধে ব্যবহার করা হয় এই গাছ। বেশ কয়েকটি রঙের সমন্বয়ে পথের ধারে অবহেলা অনাদরে পড়ে থাকা ফুলটি দেখতে বেশ চমৎকার। ছবিগুলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা