বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২১:০৫

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টের পৃথক দুটি ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে এবং কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার গোবরা পাড়া গ্রামের আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম খাতুন (৬৫) ও তার মেয়ে তাসমিমা খাতুন (৩২) এবং কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃষক আব্দুল হালিম ( ৫০) ।  

হরিণাকুন্ডু থানার  ওসি মো. আবু আজিফ বলেন, মরিয়ম খাতুনের ঘর বিদ্যুতায়িত হলে সকাল সাড়ে ৬টার দিকে প্রথমে  মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়েকে ছাড়াতে গিয়ে মা-ও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলে মা-মেয়ে দুজনই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

অপরদিকে কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আব্দুল হালিম সকালে গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। মাঠের একটি পুকুর পাড়ে বিদ্যুতের তারে জড়িয়ে গেলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এবি