রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ সময় তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থরা হলেন, বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের তৌকিবুর হাসান বাপ্পি (২৪), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৪), কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের সাদেক বাপ্পি (২৩), তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাহবুব প্লাবন (২৩), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের রাজিব ইসলাম (২৩) ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াছিন আলী সাগর (২৫)।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত। তবে দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, নীলক্ষেত মোড়ে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। এখন পর্যন্ত ২ জনকে ভর্তি করা হয়েছে।