শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকায় পা রেখেই মুখে কুলুপ আফগানিস্তানের

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৩:৩১

শনিবার রাতে ঢাকায় এসেছে আফগানিস্তান ফুটবল দল। বিমানবন্দরেই নেমেই দলের স্থানীয় সংশ্লিষ্টকে জানিয়ে দেওয়া হয়েছে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না। কেন রাজি না সেটা নিয়ে কোনো প্রশ্ন শুনতেও রাজি না। দলের কোচ আবদুল্লাহ আল মুতাইরি বিমানবন্দরেই বলে জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা নয়। ঢাকায় আসার আগে দুই একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেও নিজেকে গুটিয়ে রাখছেন আবদুল্লাহ আল মুতাইরি। কথা বলবেন আনুষ্ঠানিকভাবে।  পরশু রাতে ঢাকায় আসার পর গতকাল দিনভর আফগানরা হোটেলে কাটিয়েছেন। বনানীর একটি হোটেলে তাদের আবাসন। ঢাকার আসার উদ্দেশ্য ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর খেলা। ম্যাচের কয়েক দিন আগে আসার নিয়ম থাকলেও আফগানিস্তান অনেক আগেই চলে এসেছে।

এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই আসছে বলে জানা গেছে। পুরো দল নিয়ে আসেনি। ২২ জন এসেছেন আরও ফুটবলার আসবেন এক দুই দিনের মধ্যে। কারণ অনেকই ইউরোপ থেকেও আসছেন। গতকাল রাতে একজন ফুটবলারের ইউরোপ থেকে আসার কথা। আফগানিস্তান ফুটবলের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে খেলেন। তারা ফ্লাইট না পাওয়ায় পুরো দল এক সঙ্গে আসতে পারেননি। দুই ভাগে ঢাকায় আসছেন। ডেনমার্কের লিগে খেলেন এমন একজন ফুটবলার এসেছেন। লম্বা ভ্রমণ ছিল বলে ক্লান্তি ছিল। তাই হোটেলের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন খেলোয়াড়রা। রাত ২টায় হোটেল রুমে এসেছেন। সকালে দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রুমে চলে গেছেন। দুপুরে আবার নেমে এসেছেন খাবারের জন্য। বিশ্রাম নিয়ে বিকালে হোটেলেই জিম করেছেন। 

আজ বিকালে উত্তরার আর্মড পুলিশ মাঠে অনুশীলন করবে আফগানিস্তান। বাংলাদেশ দল কোথায় অনুশীলন করছে কোচ খোঁজ খবর নিয়েছে। বসুন্ধরা কিংসের মাঠে খেলা হবে সেখানেই বাংলাদেশ দল অনুশীলন করছে জেনেছেন। আফগানিস্তানের এই কোচ আবদুল্লাহ আল মুতাইরি-এর আগে নেপাল ফুটবল দলের কোচ ছিলেন। বাংলাদেশে আগেও এসেছেন। এবার নিয়ে দ্বিতীয় বার আসা। বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে তার ভালো জানা আছে। কীভাবে মানিয়ে নেওয়া যায় তা নিয়ে আছে পরিকল্পনা। বিশ্বকাপ বাছাইয়ে অক্টোবরে আফগানিস্তানের ম্যাচ, মঙ্গোলিয়ার বিপক্ষে। মূলত সেই ম্যাচটাকে লক্ষ্য রেখেই বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসা। আর বাংলাদেশ বিশ্বকাপের বাছাই খেলবে মালদ্বীপের বিপক্ষে। এই প্রস্তুতি সেই ম্যাচকে সামনে রেখে।

ইত্তেফাক/জেডএইচ