গত দুই মাস ধরে টাঙ্গাইলের সখীপুরের আমতৈল এলাকায় সংরক্ষিত সামাজিক বনায়নের ভেতর স্থানীয় এক ব্যক্তির বাড়ির পাশে অবৈধভাবে একটি সিসা কারখানা গড়ে ওঠে। এই কারখানার ব্যাটারি পোড়ানোর কালো ধোঁয়া ও অ্যাসিডের উৎকট গন্ধে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ দেয়। পরে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ওই কারখানাটি উচ্ছেদ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদের পরিচালনায় সোমবার (২৮ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেন।
এদিকে, আদালতের উপস্থিতি টের পেয়ে ওই কারখানার মালিক-শ্রমিকরা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, দিনে অ্যাসিড আর রাতে ধোঁয়ার গন্ধে অসহনীয় হয়ে উঠে এলাকাবাসী। কারখানাটি গুঁড়িয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর বলেন, অভিযানের উপস্থিতি জানতে পেরে কারখানার মালিক-শ্রমিকরা দ্রুত চম্পট দেয়। এ কারখানা থেকে গত দুই মাসে তারা এক কোটি টাকার ওপরে উৎপাদিত সিসা বিক্রি করেছেন। কারখানায় তাদের ফেলে যাওয়া রেজিস্টার খাতায় একটি হিসাব ঘেঁটে এমন তথ্য পাওয়া গেছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) তুহিন আলম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানাটি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান, ভেকু মেশিন দিয়ে অবৈধ সিসা কারখানাটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে শাস্তির আওতায় আনা যায়নি।