শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাতে বিয়ে সকালে মৃত্যু: নববধূর জন্য বাজার করতে গিয়ে সড়কে পিষে গেল স্বামী

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২১:৫০

জয়পুরহাটের ক্ষেতলালে রাতে বিয়ে সম্পন্ন হওয়ার পর সকালে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাকারিয়া হোসেন (২০) উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটিপাড়া বাড়ইল গ্রামের রেজাউলের ছেলে।

জানা গেছে, জাকারিয়া হোসেন বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন। সোমবার রাত ১টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে নববধূর জন্য বাজার করতে মোটরসাইকেলে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে কাহালু উপজেলার বারইল নামক স্থানে এসে পৌঁছলে দ্রুতগতির একটি লরিট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/পিও

এ সম্পর্কিত আরও পড়ুন