ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে বুধবার (৩০ আগস্ট) চলন্ত ট্রেনের ধাক্কায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
নিহত আব্দুল হাকিম রাঢ়ী তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে।
রেলওয়ের কর্মচারী শাজাহান মিয়া জানান, বুধবার বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনটি গুরুতর আহত হন। পথচারীরা ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৬টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।