বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফি!

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৬:৪২

নির্মাতা রায়হান রাফি অমীমাংসিত’ শিরোনামে নতুন একটি ওয়েব ফিল্ম বানাচ্ছেন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে ‘অমীমাংসিত’ সিনেমাটির গল্প আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে।

এদিকে ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির গল্প সম্পর্কে এখনি কিছু বলতে চান না সংশ্লিষ্টরা। এর নির্মাতা এবং কলাকুশলীদের একই ভাষ্য, সময় হলেই বিস্তারিত জানানো হবে এই কাজ নিয়ে।

‘অমীমাংসিত’ তে জুটি বেঁধেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সংঘটিত হয় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড, ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরিকাঘাতে নিহত এই দম্পতি। যে হত্যাকাণ্ডের রহস্য এখনো অমীমাংসিত।

 

 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন