বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুই হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩

মাদারীপুরে ২ হাজার ১০০ পিস ইয়াবার বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সদর উপজেলার মধ্যচক এলাকার দবির হোসেন মালতের ছেলে সিফাত মালত (২৩) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ওমর ফারুক (২২)।

ছবি: ইত্তেফাক

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, সিফাত মালত ও ওমর ফারুক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। আজ বিকালে তারা দুজন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে পুরান বাজারের মায়ের দোয়া বিরিয়ানি হাউজ নামের একটি দোকানের সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফ আব্দুর রশীদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। তাদের তল্লাশি করতে চাইলে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে অস্বীকার করে। পরে তল্লাশি করার সময়ে তাদের একজনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবার বড়ি উদ্ধার করা হয়। 

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সিফাত মালত ও ওমর ফারুক দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে ইয়াবা এনে পাইকারি বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। তাদেরকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/পিও