রাজধানীর ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে তারা আগুন লাগার তথ্য পায় এবং রাত ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। নিরাপত্তার স্বার্থে পুরো কলেজের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিদ্যুৎ সঞ্চালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক মিলনায়তন থেকে রাত ১১টার কাছাকাছি সময়ে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা বিষয়টি কলেজ প্রশাসনকে অবহিত করেন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।