রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ধান ভাঙার মেশিনে চুল আটকে নারীর মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৮

নেত্রকোনার কেন্দুয়ায় ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে এক নারীর করুন মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাইজকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত খোদেজা আক্তার (৪৮) একই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্বামী লাল মিয়া বলেন, শনিবার সকালে তিন মণ ধান গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙানোর মেশিনে ভাঙাতে নিয়ে যাই। এ সময় আমাকে সহযোগিতা করতে আমার স্ত্রীও আমার স আসে। ধান ভাঙানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করে আমার স্ত্রী। তখন অসাবধানতাবশত মেশিনের ফিতায় তার মাথার চুল আটকে যায়। একপর্যায়ে তার মাথার খুলির ওপরের অংশ ছুটে যায়। এ অবস্থায় তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া ওসি মো. আলী হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে