বহুল প্রতীক্ষিত দেশের ইতিহাসের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল পরিশোধ করে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে উড়ালসড়কে উঠেন। বিমানবন্দর কাওলা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়ের ফার্মগেট প্রান্ত দিয়ে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশস্থলে যান।
বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা প্রান্ত থেকে ছবিগুলো তুলেছেন দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আবদুল গনি।