শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আট শতাধিক বাসে ৩০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় শামীম ওসমান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আলোচিত নেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে ৩০ হাজার নেতা-কর্মী।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে টোল পরিশোধের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর বিকালে আগারগাঁও শেরে বাংলা নগরের পুরাতন মেলার মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেতা-কর্মীদের নিয়ে রাজপথে শামীম ওসমান। ছবি: ইত্তেফাক

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩০ হাজার নেতা-কর্মী আট শতাধিক বাস-ট্রাকে চড়ে ঢাকায় গিয়ে যোগ দেন।

সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমি অসুস্থ তবু ৮০০ গাড়ি নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। কারণ আমি ইতিহাসের অংশ হতে চেয়েছি। শেখ হাসিনা ডাক দেবেন আর আমি ঘরে বসে থাকতে পারি না। বাংলার মানুষ দেখুক শেখ হাসিনার উন্নয়ন। জ্যামের শহর এখন উন্নয়নের শহর। এটা আমাদের উন্নয়নের মাইলফলক। তাই ৩০ হাজার নেতা-কর্মী নিয়ে হাজির হয়েছিলাম। নারায়ণগঞ্জ সবসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য প্রস্তুত। 

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু জানান, আমাদের নেতা শামীম ওসমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার নতুন ইতিহাসের সাক্ষী হতে আমরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের ৩০ হাজার নেতা-কর্মী ঢাকায় এসে দলের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছি। এ সরকার উন্নয়নের সরকার আর উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করতে আমরা শামীম সেনারা রাজপথে আছি।

উল্লেখ্য, আজ শনিবার বিকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

ইত্তেফাক/পিও