সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

‘প্রিয়তমা’ দেখলেন রাষ্ট্রপতি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৬

দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে এখনো চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। দাপটের সঙ্গে ব্যবসা করে চলছে এটি, গড়েছে রেকর্ডও।

সিনেমাটি দেখতে গতকাল শুক্রবার রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবিটি প্রযোজনা করেছেন তার ছেলে আরশাদ আদনান। সিনেমার কলাকুশলীর সঙ্গে এদিন সস্ত্রীক সিনেমা দেখেন রাষ্ট্রপতি। সিনেমা শেষে শাকিবকে জড়িয়ে ধরেন। সে সময় সিনেপ্লেক্সে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও প্রকাশ হয়েছে ফেসবুকে।

গতকাল বিশেষ শোতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, গায়ক রিয়াদ, গীতিকার সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।

এদিকে গতকাল রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পরিবার নিয়ে সিনেমা হলে উপভোগ করলেন “প্রিয়তমা”।’

তিনি আরও লিখেছেন, ‘এক জীবনে আমার আর কী চাওয়ার থাকতে পারে? বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন, তার পাশে বসে আমি আমার সিনেমা দেখছি, বড় পর্দায় এত গণ্যমান্য মানুষের সঙ্গে আমার নাম দেখছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কী চাইতে পারি!’

‘প্রিয়তমা’ টিমের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই নির্মাতা লিখেছেন, ‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ “প্রিয়তমা” টিম। বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক। অনেকেই বলবেন রাষ্ট্রপতির ছেলের সিনেমা তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারণ সাধারণ দর্শক। দেশে এবং বিদেশে বাংলাদেশি সাধারণ মানুষের প্রচণ্ড ভালোবাসাই আসলে তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে।’

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে।

 

 

 

 

 

ইত্তেফাক/পিএস