সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘ইন্দো-প্যাসিফিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বিশ্বশান্তির জন্য অপরিহার্য’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ বিশ্বাস করে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় পুরো বিশ্বের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অপরিহার্য।

শনিবার (২ সেপ্টেম্বর) বিআইআইএসএস মিলনায়তনে ‘বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক : অপরচুনিটিস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় অভিন্ন সমৃদ্ধির জন্য অপরিহার্য। আমাদের ইন্দো-প্যাসিফিক আউটলুক বিশ্বকে জানানোর একটি প্রচেষ্টা। যে এই অঞ্চলের অভিন্ন সমৃদ্ধির জন্য নয়, কেবল যারা এখানে বাস করে, শুধু তাদের জন্যও নয়, বরং পুরো বিশ্বের জন্য।

তিনি বলেন, একটি মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং এর বাইরে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অপরিহার্য। সুতরাং আমাদের ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গি নিরাপত্তাকেন্দ্রিক নয়, বরং আমরা এই অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে মনোনিবেশ করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বিআইআইএসএস-এর চেয়ারম্যান এএফএম গৌসল আজম সরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।

ইত্তেফাক/এবি