শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মারা গেলেন অভিনেত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫

নারীরা নিজেকে সকলের সামনে সুন্দর করে উপস্থাপন করতে ভালোবাসেন। আর এর জন্য অনেকেই করেন শরীরে কাটাছেঁড়া। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির প্রবণতা বেশি দেখা যায়। ‍সুন্দরের পরিবর্তে অনেক সময় হয় হিতে বিপরীত। যেমনটা ঘটেছে আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনার সঙ্গে। প্লাস্টিক সার্জারি করতে নিজের জীবনটা দিতে হলো এই জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালককে। খবর এনডিটিভির।

গত ৩১ আগস্ট মারা গেছেন সিলভিনা লুনা। জানা গেছে, দুটি কিডনিই বিকল হয়ে গত ৭৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তাকে কোনোভাবেই কিডনি প্রতিস্থাপনের জন্য শারীরিকভাবে প্রস্তুত করে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন লুনা।

লুনার আইনজীবী ফার্নান্দো বারল্যান্ডো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, অভিনেত্রীর পরিবারের সম্মতিতেই তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্লাস্টিক সার্জারির জটিলতার কারণে কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন লুনা। এসব জটিলতা থেকেই তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। তার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই কমে আসছিল। মাঝে কোভিড সংক্রমণ হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

ইত্তেফাক/এএএম/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন