উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। রোববার ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চলগুলোর বেশিরভাগ এলাকায় পানি উঠেছে। ওইসব এলাকার ফসলি জমি, আমন বীজতলা ও নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। বানভাসি মানুষের দুর্ভোগের শেষ নেই। ছবিগুলো রোববার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা