রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২০৩ মেগাওয়াট

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০

সপ্তাহ জুড়ে থেমে থেমে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ এবং এর আশপাশে এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০৩ মেগাওয়াটে। যা চলতি বছরে পানি বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন।

পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট হতে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৯.৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু কাপ্তাই হ্রদের বর্তমানে পানি রয়েছে ১০৫.৮৮ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

ইত্তেফাক/এমএএম