ফোবানার মঞ্চে পালিত হয়েছে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। হাজারো দর্শকের সামনে সাবিনা ইয়াসমিনকে আজীবন সম্মাননা দেয় ফোবানা। আপ্লুত এই শিল্পী ইত্তেফাককে বলেন, ‘একটি অন্য রকম বিরল অভিজ্ঞতা, অন্য রকম আনন্দ।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে স্থানীয় সময় রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টায় লাভাল শহরের পাঁচ তারকা হোটেল শেরাটনে ফোবানার মঞ্চে উঠেন শিল্পী সাবিনা ইয়াসমিন৷ টানা সোয়া এক ঘণ্টা ক্লান্তিহীন একে একে ১৪টি গান দর্শক-শ্রোতাদের উপহার দেন তিনি। এসময় প্রিয় শিল্পীর গানের সুরে মুগ্ধ হয়ে গানের জগতে মিশে যান দর্শক-শ্রোতারা।
হাজার দর্শক-শ্রোতার মিলনমেলায় গান গেয়ে শোনান সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, মমতাজ বেগম, বালাম, লাভলী দেব, মোজাসহ আরও অনেকে। পাশাপাশি নাচ, গান, কৌতুক ও ফ্যাশন শোতে অংশ নেন স্থানীয় শিল্পীরা। এই ফোবানার সাহিত্য সেমিনারে সভাপতিত্ব করেন তাজুল মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও বিশেষ অতিথি ছিলেন ড. শিহাব শাহরিয়ার আর প্রবন্ধ পাঠ করেন ড. শোয়েব সাঈদ। আলোচ্য ফোবানাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবাণী দেন কানাডার প্রধান মন্ত্রি জাস্টিন ট্রুডো, এমপিপি ডলি বেগম।
গানের ফাঁকে সাবিনা ইয়াসমিন জানান, এখন পর্যন্ত তিনি ১৬ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। প্রয়াত সঙ্গীত পরিচালক আলতাফ মাহমুদের হাত ধরে তিনি প্রথম চলচ্চিত্রে গান করেন। গান শেষে সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান ফোবানা সম্মেলনের আহ্বায়ক দেওয়ান মনিরুজ্জামান, সদস্য সচিব হাফিজুর রহমান’সহ ফোবানা সম্মেলনের অন্যান্য কর্মকর্তারা।
ফোবানার এ অনুষ্ঠান আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করেন অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ড. খলিলুর রহমান।
এবারের পরিচ্ছন্ন ফোবানার আয়োজক দেওয়ান মনিরুজ্জামান জানান, ২০২৪ সালে এ ফোবানা হবে মিশিগানে। এদিকে টরন্টো ১-৩ সেপ্টেম্বর একটি ফোবানা শেষ হলো শেরাটন সেন্টার টরন্টো হোটেলে। যা উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ভিসি ড. জসিমউদ্দিন আহমেদ। অনুষ্ঠান গান গেয়ে শোনান এস আই টুটল, রিজিয়া পারভিন, লাভলী দেব ও স্থানীয় শিল্পীবৃন্দ। আগামী বছর ম্যারিল্যান্ডে এই সম্মেলনের ঘোষণা দেয়া হয়েছে বলেও কনভেনর আবুল আজাদ জানান।
‘একটি অন্য রকম বিরল অভিজ্ঞতা, অন্য রকম আনন্দ’
- সাবিনা ইয়াসমিন
অপরদিকে টরন্টোতে অনুষ্ঠিত হলো আরও একটি ফোবানা। বার্চমাউন্ট ও কিংকস্টনের ইন্টারসেকশনে টেস্ট অব বাংলাদেশ আয়োজিত লেভার ডে উপলক্ষে ২-৩ সেপ্টেম্বর খোলা আকাশের নিচে ফোবানায় অংশ বেবী নাজনীন, মমতাজ, সেলিম চৌধুরীসহ আরও অনেকে। প্রথমবারের মতো উন্মুক্ত ফোবানার সূচনা করেন টরন্টোর বাংলাদেশ উপ-দূতাবাসের কনস্যুলার জেনারাল মো. লুৎফর রহমান।
ড. আবু জোবায়ের দারা ইত্তেফাককে জানান, ‘আমরা গৃহবন্দি ফোবানাকে মুক্ত করে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি। জানা গেছে, পরবর্তী ফোবানার আসর বসবে নিউ ইয়র্কে।’
মন্ট্রিয়ল ফোবানার বিদ্রোহী গ্রুপ ফোবানার বিকল্প হিসেবে রশিদ খান আয়োজন করেন বাংলাদেশ সম্মেলন। লুসিয়ান পেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে গান গেয়ে শোনান শিল্পী কনক চাপা, কৃষ্ণা তিথি, লাভলী দে, মৈত্রী দেবী, আল আমিন বাবুসহ আরও অনেকে।
এরপর গান গেয়ে শোনান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আরেক জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী তপন চৌধুরী।
এছাড়া, সাহিত্য ভাবনা অনুষ্ঠানে সালমা বাণীর বই ‘ইমিগ্রেশন’ বই নিয়ে আলোচনা হয়। টরন্টোর আবৃত্তি সংগঠন ‘কণ্ঠচিত্রণ’-এর পরিবেশনায় অংশ নেন এলিনা মিতা, শরীফ আহমেদ ও দোলা।
একই দিন একই সময়ে টরন্টোতে সমাপ্তি ঘটলো বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে ও টরন্টোর পাঠশালার স্থানীয় আয়োজনে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয় জাপানিজ-কানাডীয় কালচারাল সেন্টারে।
২-৩ সেপ্টেম্বরের দুইদিনব্যাপী অনুষ্ঠিত পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে যোগদানের জন্য উত্তর আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সাহিত্যিক ও সাহিত্যানুরাগী। সাহিত্য সমাবেশ উদ্বোধন করেন কথাশিল্পী ড. জ্যোতিপ্রকাশ দত্ত। সাহিত্য বিষয়ক বিভিন্ন পর্ব ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, আলেয়া শরাফী।
এদিকে, সমাবেশের অন্যতম উদ্যোক্তা কথাশিল্পী শাহাব আহমেদ বলেন, ‘আগামী সমাবেশ অনুষ্ঠিত হবে আমেরিকার ডালাসে।’