শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘জনসমর্থন না থাকায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২১

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জনধিকৃত রাজনৈতিক দল বিএনপি যদি নির্বাচনে না এসে নির্বাচন বানচালের জন্য দেশে অরাজকতার সৃষ্টি করে, তাহলে দেশের মানুষকে নিয়ে রাজপথেই দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে আসবে না, কারণ তারা জানে তাদের জনসমর্থন নেই। তাই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এনামুল হক শামীম

তিনি আরও বলেন, উজানে চলা নৌকা কীভাবে তীরে ভেড়াতে হয়, তা ভালো করেই জানেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। দেশের মানুস তার সঙ্গে আছেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মেয়র আবুল কালাম আজাদ, জহির সিকদার, হাসানুজ্জামান খোকনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নড়িয়া পৌরসভা ও ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে