দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য এ দিন মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের ঘর আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ- এই বিশ্বাস ধারণ করেই দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করছেন ভক্তরা।
বুধবার (৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্যোগে পলাশী মোড় থেকে মন্দির পর্যন্ত রাস্তায় শোভাযাত্রার আয়োজন করা হয়।
পলাশী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত রাস্তা জুড়ে মিছিলে যোগ দিতে নানা সাজে, নানা ঢঙে সদলবলে সনাতন ধর্মাবলম্বীরা আসছেন। শিশু-কিশোরদের আকর্ষণীয় সাজের মধ্য দিয়ে ফুটে ওঠে কৃষ্ণজীবনের লীলাময় ঘটনা।
এছাড়া, জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।