বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুলিশ সদস্যের মায়ের লাশ উদ্ধার, নাকে-মুখে আঘাতের চিহ্ন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৩

খুলনায় এক পুলিশ সদস্যের মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে অনিমা দাস নামের (৬৩) ঐ নারীর লাশ নগরীর পশ্চিম টুটপাড়ার ফরিদ মোল্লার মোড় এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। তার নাকে, মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহত অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী। তার ছেলে শুভেন্দ্র দাস নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত।

এদিকে, মঙ্গলবার রাতে অনিমা দাসের বাসায় এসেছিল এক পরিচিত ব্যক্তি। ঘটনার পর থেকে সেই ব্যক্তি নিখোঁজ রয়েছে। রহস্যজনক সেই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, কনেস্টবল সুভেন্দুর মা অনিমা দাস তার ৮ বছরের নাতি তীর্থকে নিয়ে নগরীর টুটপাড়ার ফরিদ মোল্লার মোড়ে খান মঞ্জিলে ভাড়া থাকতেন। 

বুধবার সকালে সুভেন্দুকে তার বোন ফোন করে জানায়, যে তার মা ফোন রিসিভ করছেন না। এরপর তিনি বাসায় গিয়ে মায়ের লাশ দেখতে পান। দুপুর ১টার দিকে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার নাক-মুখসহ শরীরের কয়েকটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় তার নাক-মুখ রক্তাক্ত ছিল। তবে হত্যাকাণ্ডের সময় তার নাতি ঘুমিয়ে থাকার কারণে সে কিছু টের পায়নি। অনিমা দাসের গলায় স্বর্ণের চেইন ও কানের স্বর্ণালংকার এবং আলমারিতে গহনা ছিল। সেগুলো পাওয়া যায়নি।

তিনি জানান, অনিমা দাসের স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে অনিমা দাসের পরিচিত এক ব্যক্তি বাসায় এসেছিল। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। তাকে গ্রেপ্তার করা গেলেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/পিও