বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুলনায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় চালু হল এনসিডি কর্নার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৭

খুলনায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় চালু হয়েছে এনসিডি কর্নার। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রজেক্ট ইনসেপশন ওয়ার্কসপের মাধ্যমে এই এনসিডি কর্নার চালু করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডি কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর প্রফেসর ডা. মো. রোবেদ আমিন প্রধান অতিথি হিসাবে এ কর্নারের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ডা. মো. রোবেদ আমিন বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এনসিডি কর্নারকে সচল করে তার জন্য নির্ধারিত ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স, স্যাকমো ও প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করে প্রান্তিক জনগোষ্ঠির জন্য স্বাস্থ্যসেবা সুলভ ও প্রত্যেক এনসিডি রোগীদের জন্য বিনামূল্যে একমাসের ওষুধ নিশ্চিত করা আমাদের  নৈতিক দায়িত্ব। এই এনসিডি কার্যক্রম চালুর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠি কমিউনিটি পর্যায় থেকে স্ক্রিনিং করে এনসিডি রোগী সনাক্তকরণ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জাপান দূতাবাসের ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশনের সেকেন্ড সেক্রেটারি ইয়াসাকি ডেইচি বলেন, জাপান সরকার বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বন্ধু রাষ্ট্র হিসাবে সবসময়ই পাশে থাকতে চায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান।

বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মুনজুরুল মুর্শিদ, এনসিডিসি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ডা. রফিক-উস-সালেহিন, ডা. রাহাত ইকবাল চৌধুরীসহ অনেকে। 

অনুষ্ঠানে জানানো হয় পর্যায়ক্রমে খুলনার ২১০ টি কমিউনিটি ক্লিনিক ও ১৬টি ইউনিয়ন সাব সেন্টারে অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় এনসিডি কর্নার চালু করা হবে।

ইত্তেফাক/পিও