বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যে আমাকে ভালোবাসে তার মেসিকে ঘৃণা করার প্রয়োজন নেই: রোনালদো 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৭

ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি মেসি? কে সেরা, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াইয়ে জড়ায় সমর্থকরা। রোনালদো সমর্থকরা মেসিকে ও মেসি সমর্থকরা রোনালদোকে ট্রল করতে দেখা যায়। ইউরো বাছাইয়ে মাঠে নামার এই প্রসঙ্গে কথা বলেছেন রোনালদো। 

তিনি বলেন, রোনালদোকে ভালোবাসলে মেসিকে ঘৃণা করা যাবে না। মেসি ভক্তদের জন্যও একই কথা প্রযোজ্য। বিশ্বকাপজয়ী মেসি বন্ধু না হলেও শত্রু নন বলে ব্যাখ্যা করেন সিআর সেভেন।

পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ডের সঙ্গে আলাপকালে মেসির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে রোনালদো বলেন, ‘আমি মনে করি না এটা শত্রুতা। এটা এমন এক প্রতিদ্বন্দ্বীতা যা বিশ্বের সব ফুটবলপ্রেমী পছন্দ করে। যে রোনালদোকে ভালোবাসে তার মেসিকে ঘৃণা করার প্রয়োজন নেই। একই কথা তার জন্যও প্রযোজ্য।’

মেসি বন্ধু না হলেও শত্রু নন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুজনের মধ্যে শত্রুতা আমি দেখি না। গত পনেরো বছর ধরে আমরা ফুটবল মাঠে একসঙ্গে খেলেছি। আমি বলি না সে আমার বন্ধু। তবে আমরা পেশাদার সহকর্মী। আমরা একে অপরকে সম্মান করি।’

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন