ইউরোপে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইয়ের ইতি হয়ে গেছে। ১৫ বছরের ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন এই দুইজন। মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে এবং রোনালদোর পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে।
দুই কিংবদন্তি ফুটবলারের লম্বা সময়ের উপস্থিতি ও লড়াই পড়ে যাচ্ছে আড়ালে। পর্তুগিজ সংবাদমাধ্যমকে রোনালদো বলেন, 'আমি এভাবে আর দেখছি না। রাইভেলারি শেষ। এটা ভালো ছিল, দর্শকরা পছন্দ করেছে। আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভালোবাসেন তাহলে আপনি মেসিকে ঘৃণা করবেন না। আমরা দুজনেই বিশ্ব ফুটবলের ইতিহাস বদলে দিয়েছি।'
মেসি-রোনালদোকে নিয়ে ভক্তদের মধ্যে তুমুল বিতর্ক চলমান। তবে তাতে উস্কানি দেন নেই রোনালদো। মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব না থাকলেও শ্রদ্ধার কথা জানিয়েছেন তিনি আরও বলেন, 'আমরা একই মঞ্চ ১৫ বছর ভাগাভাগি করেছি, সম্মানটা আছে। আমি বলছি না আমরা বন্ধু, তার সঙ্গে আমি কখনো আড্ডা দেইনি, কিন্তু তাকে আমি সম্মান করি।'