বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রেন চালুর ফলে কৃষি বিপ্লব ঘটবে দক্ষিণাঞ্চলে: নিক্সন চৌধুরী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৮

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে স্বপ্নের ট্রেন-যোগাযোগ চালু হওয়ায় আগামীতে এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। এতদিন দক্ষিণাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য রাজধানীতে পৌঁছাতে দিন পার হয়ে যেত। এতে করে পণ্য নষ্টসহ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতো কৃষক। পথে নানা ভোগান্তি ও হয়রানির শিকার হতো।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন ভাঙ্গায় পৌঁছালে স্বাগত জানান নিক্সন চৌধুরী। এ সময় উপস্থিত হাজারো মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গায় পৌঁছানোর পরে আয়োজিত প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

নিক্সন চৌধুরী বলেন, দক্ষিণবঙ্গবাসীর স্বপ্নের দিনটি সত্যিতে রূপান্তরিত হলো। পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ট্রেন সরাসরি দক্ষিণাঞ্চলে প্রবেশ করলো। এতে দক্ষিণাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য, মৎস্যসহ নানা ধরনের পণ্য খুব অল্প সময়ে স্বল্প খরচে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। এর সুফলভোগী হবে দক্ষিণাঞ্চলবাসী।

নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী সাহসিকতায় নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু আজ পূর্ণতা পেলো। পদ্মা সেতু দিয়ে একই সময় যানবাহন ও ট্রেন চলাচল শুরু হলো।

পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলকভাবে ভাঙ্গায় পৌঁছেছে ট্রেন। ছবি: সংগৃহীত

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নির্ধারিত ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছালে রেলমন্ত্রী ও সংসদের চিফ হুইপসহ অতিথিদের বরণ করে নেন নিক্সন চৌধুরী, ফরিদপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ভাঙ্গা উপজেলার প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ইত্তেফাক/এসকে