বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লিওনার্দো ডিক্যাপ্রিওর চুমুর ছবি ফাঁস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫২

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই বেশ আলোচনায় থাকেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। কিছুদিন আগেই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গেও দেখা গিয়েছে লিওনার্দোকে। সেসময় তাদের ডেটিং সম্পর্কিত চর্চা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টও করেছিলেন নীলম। এবার ইতালিয়ান মডেল ভিটোরিয়া চেরেত্তির সঙ্গে চুমুর ছবি ফাঁস হলো লিওনার্দো।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের একটি ক্লাবের পার্টিতে চুমু খাওয়ার সময় ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ভিটোরিয়া। বেশ কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার ভক্তরা মোটামুটি নিশ্চিত যে চুটিয়ে প্রেম করছেন তারা। ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে

প্রকাশ্যে আসা ছবিগুলোতে দেখা গেছে ৪৮ বছর বয়সী লিওনার্দো একটি কালো টি-শার্ট এবং কালো ক্যাপ পরেছেন। অপরদিকে ২৫ বছর বয়সী ইতালীয় মডেল পনিটেলের সাথে সোনালী রঙের ক্রপটপ পরেছেন।

ডিক্যাপ্রিওর চেয়ে বয়সে ২৩ বছরের ছোট ভিটোরিয়া। ১৪ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করেন তিনি। শ্যানেল, ডিওর, ভ্যালেন্টিনো সহ একাধিক নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি।

ইত্তেফাক/পিএস