শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

কারাগারে হার্ট অ্যাটাক, বিএনপি নেতা সালাহউদ্দিনকে হাসপাতালে ভর্তি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ কারাগারে হার্ট অ্যাটাক করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ভর্তি করা হয়। সেখানে তার পরিবারের সদস্য গিয়েছেন।

সালাউদ্দিন আহমেদের পরিবার জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটউউটে নেওয়া হয় তাকে।

উল্লখ্য, গত ৪ আগস্ট থেকে কারাবন্দি আছেন সালাউদ্দিন আহমেদ। এর আগে বিস্ফোরক আইনের মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/এসকে