শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দাবি পূরণে আশাবাদী ৩৫ আন্দোলনকারীরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

সংবাদ সম্মেলনে শুভ বলেন, ‘আমাদের প্রতিনিধি দল শুক্রবার শাহবাগ থানা পুলিশ সাথে সাক্ষাৎ করেছে। থানার ওসি আমাদের সাথে সৌজন্যমূলক আচরণ করেছে। সোমবার তিনি আমাদের সাথে বসবেন বলে জানিয়েছেন। পরবর্তী জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ এর ব্যবস্থা করে দিবেন বলেও তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, যে যৌক্তিক দাবি নিয়ে আমরা এতদিন রাজপথে আন্দোলন করেছি তা বাস্তবায়ন হবে।’

তিনি আরও বলেন, ‘গতকাল শাহবাগে পুলিশের সঙ্গে আমাদের কিছু অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। পুলিশের সাথে ভুল বুঝাবুঝির কারণে এই অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। শাহবাগ থানার ওসি আমাদেরকে মন্ত্রণালয়ে একটি বৈঠকের আশ্বাস দিয়েছেন।’

এর আগে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী পুলিশের বাধার মুখে পদযাত্রা স্থগিত করে শাগবাগ থানায় সবাই আত্মসমর্পণ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে। এই আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ সহ ১২ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। গতকাল সকাল ১০ টায় তাদের সবাইকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ এর আশ্বাস দিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত গত ৩০ আগস্ট থেকে শুক্রবার পর্যন্ত তারা তিনদফা দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছে। তাদের তিনদফা দাবিগুলো হলো– চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা, সকল চাকরির পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধু ‘ল’ কমপ্লেক্স স্থাপন করা।

ইত্তেফাক/এআই