শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নৈশভোজে শেখ রেহানার সঙ্গে ঋষি সুনাকের কুশল বিনিময়

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৪

জি-২০ সম্মেলন শেষে এক নৈশভোজে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার সঙ্গে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

দিল্লির প্রগতি ময়দানে ‌‌‘ভারতমণ্ডপম’-এর মাল্টি-ফাংশন হলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত এই নৈশভোজে শনিবার (৯ সেপ্টেম্বর) শামিল হন তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

ইত্তেফাক/এইচএ