সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিবচরের বিল পদ্মা নদীতে বিশাল নৌকা বাইচ, লাখো দর্শনার্থীর ঢল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৩

মাদারীপুর সদর ও শিবচরের শেখপুরের বিল পদ্মা নদীতে বিশাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এই নৌকাবাইচ দেখতে শরিয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ আশ-পাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ ভিড় জমায়। স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী পরিবারসহ নৌকা বাইচ উপভোগ করেন।

সরেজমিন জানা যায়, দূর-দূরান্ত থেকে ১০টি বাচারী নৌকা বাইচে অংশ নেয়। বিল পদ্মা নদীতে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকাবাইচ দেখার জন্য লাখো নারী পুরুষ রাস্তার পাকা ব্রীজ, রাস্তারপাশে দাঁড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে বাইচ উপভোগ করেন। অনেকে ট্রলারে আসে ডিজে পার্টি নিয়ে। শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়া মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

নৌকা বাইচে প্রথম স্থান লাভ করেন-শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ‘মৃজাকান্দি জাগরণ সংঘ’, রানার্স আপ হয় ‘কালাম সিপাই ও দেলোয়ার সিপাই’র নৌকা এবং তৃতীয় স্থান লাভ করেন মো. তরিকুল ইসলামের নৌকা। প্রথম স্থান লাভকারীকে ১৩ সিএফটি ফ্রিজ দেওয়া হয়, রানার্স আপ পান ১১ সিএফটি ফ্রিজ। তৃতীয় স্থান লাভ করা নৌকাকে ৪২ ইঞ্চি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া নৌকাবাইচে অংশ নেওয়া ৭টি নৌকাকে ও পুরস্কার বাবদ রঙ্গীন টেলিভিশন প্রদান করা হয়।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য এ নৌকা বাইচ। বাশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ বাইচ আয়োজন করেছে। উদ্দেশ্য যুবসমাজকে নির্মল আনন্দ দেয়। যুব সমাজ যে অপসংস্কৃতির দিকে ঝুঁকছে তা রোধ করাই এর উদ্দেশ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী বলেন, নৌকা বাইচ আমাদের দেশের ঐতিহ্য। এ আয়োজন ধরে রাখতে হবে। এত মানুষ দেখে মনে হচ্ছে এখনো মানুষ তার ঐতিহ্য ভুলে নাই।

ইত্তেফাক/পিও