মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘চুমুকাণ্ডে’ অবশেষে পদত্যাগ করলেন রুবিয়ালেস

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮

অবশেষে পদত্যাগ করলেন ‘চুমুকাণ্ডে’ সমালোচিত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। সম্প্রতি নারী বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে জেনিফার হারমোসোকে চুমু দিয়েছিলেন তিনি। এরপর সমালোচনার মুখে পড়েন স্পেনের ফুটবল প্রধান। এই ঘটনায় প্রথমে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন রুবিয়ালেস। তবে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন এই ফুটবল সংগঠক।

সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ ফুটবলের পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন রুবিয়ালেস। তিনি বলেন, ‘আমি আমার কাজ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় রুবিয়ালেস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথাও উল্লেখ করেন। একইসঙ্গে উয়েফার নির্বাহী কমিটির সহ-সভাপতির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন রুবিয়ালেস। 

প্রথমে পদত্যাগ করতে না চাইলেও এখন পদত্যাগ করার কারণ জানিয়ে রুবিয়ালেস বলেন, ‘আমার বাবা এবং মেয়েদের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানে, বিষয়টা আমাকে নিয়ে নয়। আর কিছু বন্ধুও বলেছে, “লুইস তোমার নিজের মর্যাদার ওপর মনোযোগ দেওয়া দরকার এবং নিজের জীবন চালিয়ে নেওয়া দরকার। যদি তা না হয় তবে তুমি ভালোবাসার মানুষদের এবং যে খেলাটিকে ভালোবাসো তার ক্ষতি করবে। ” বিষয়টা তাই শুধু আমাকে নিয়ে নয়।’

গত আগস্টে সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। ওই দৃশ্যটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এর ফলে সমালোচনার মুখে পড়েন ৪৬ বছর বয়সী স্প্যানিশ ফুটবল প্রধান। এই ঘটনায় ফিফা থেকে নিষিদ্ধ হন এই ফুটবল সংগঠক।  

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন