২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে বলিভিয়ার রাজধানী লা পাজে অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা কাটেনি লিওনেল মেসির। তবে ইকুয়েডোর ম্যাচের পর আলাদা অনুশীলন করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লা পাজে পা রাখেন মেসিরা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্তাদিও হার্নান্দো সাইলসে স্বাগতিকদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের ৮৯ মিনিটে মাঠ ছাড়েন মেসি। তখন থেকেই নানা গুঞ্জন চালু রয়েছে। মেসি জানিয়েছিলেন ক্লান্তির কথা। তবে তিনি আলাদা অনুশীলন করতে থাকে। তার চোট নিয়ে অনেক গুঞ্জন শুরু হয় ফুটবল পাড়ায়।
দেশ ছাড়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, 'মেসি ও কুতি রোমেরোর দুজনেই যথেষ্ট ফিট আছে। দেখা যাক, তারা শুরুর একাদশে খেলে কিনা। সতর্কতার জন্য তারা দুজনেই আলাদা অনুশীলন করেছে। সে (মেসি) যদি ভালো থাকে, তাহলে খেলবে।'